আপনাদের বলে রাখা ভালো, করোনা আরম্ভ হওয়ায় স্বাভাবিকভাবেই করোনাকালে সকলকে ভালো রাখা ও ঘরে রাখবার সহায়ক হিসেবে কাজ করার কথাও ভাবতে হয়েছে। সার্বিক বিবেচনায় মানসিক প্রশান্তি ভীষণ জরুরি হয়ে পড়ায় “কথা” র এই প্রয়াস। এর পরিপ্রেক্ষিতে আজ শুরু হতে যাচ্ছে প্রশান্ত মন কার্যক্রম। এখান থেকে আপনারা পাবেন যে কোন মানসিক সহায়তা সেবা। শুরুতে রোযা উপলক্ষে ‘’কথা ‘’ দুপুর ১২-৪টা পর্যন্ত, ৪ ঘন্টা সেবা প্রদান করবে। তবে মেইল, হটলাইন খোলা থাকবে সব সময় আপনি চাইলে জানাতে পারবেন, যে কোন সময় যেকোন অবস্থাতে। বর্তমানে ভার্চুয়াল শুরু হলেও ভবিষ্যতে এই সেবা সরাসরি ও চালু করা হবে। কারন আমরা উপলব্ধি করতে পেরেছি করোনা এক বিশাল মানসিক অস্থিরতা তৈরি করেছে এবং ভবিষ্যতেও করবে, তাই এই উদ্যোগের অনেক ইতিবাচক কাজ করবার সুযোগ রয়েছে। আমরা প্রত্যেকের যার যার জায়গা থেকে সহযোগিতা কামনা করছি।
অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।