অল্প স্পইলার থাকতে পারে,
আপনার জীবনে কি প্রচুর খারাপ সময় যাচ্ছে? কোনো কিছুতেই মজা পাচ্ছেন না? একটু হাসি প্রয়োজন? কিছু কিছু মুভি আছে যেগুলো আপনাকে হাসিয়ে ছাড়বেই, তার মধ্যে পি মাক মুভিটা অন্যতম আমার দেখা! এর আগে সাউথ ইন্ডিয়ান কাঞ্চানা-৩ ছবি দেখে হয়তো কিছুটা এমন হেসেছিলাম। মুভি চালু হউয়ার পর থেকেই হাসতে শুরু করতে হবে ইনস্টেড অফ ভয় পাওয়া!
কথা ছিলো ভয় পাবো, কিন্তু ঘটলো উল্টা হাসির চোটে মুভি পজ করে কিছুক্ষন হেসে আবার প্লে করতে হয়। থাই ভাষার মুভিটা বাংলা সাবটাইটেল এভেইলেবল, বাংলা সাব দিয়ে দেখতে দেখতে এতই মুভির ভিতরে ঢুকে যাবেন যে মনেই হবে না ওরা অন্য ভাষায় কথা বলতেসে!
মুভির কাহিনি সংক্ষেপে আসি,
মাক, আর তার ৪ বব্ধু যুদ্ধের ময়দান থেকে বেচে ফিরে আসে। মাক এর বাড়িতে তার স্ত্রী নাক একা একা থাকে, নদির উপারেই মাক এর দাদিমার ঘর যা ফাকাই পরে আছে, মাকের দাদি যেহেতু মারাই গিয়েছে তাই সেই ঘরটা ফাকা পরে আছে, সেখানে মাকের বন্ধুদের থাকতে বলে। তারা সানন্দে রাজি হয়ে যায়। এলাকার মানুষের আচরণ এবং কথাবার্তায় একটু সন্দেহ হয় মাকের বন্ধুদের যে মাকের স্ত্রী মৃত! এদিকে মাক তার সুন্দরী বউ এর প্রেমে এতই পাগল যে কারো কথাই তার বিশ্বাস হয় না।
অনেক জটলা পাকাতে থাকবে মাকের স্ত্রীকে নিয়ে, বাড়ির পাশে নাকের এর লাশ পাওয়া যাবে। প্রচুর কাহিনি ঘটতে থাকবে, মাকের স্ত্রী যে মৃত এটা মাককে বুঝাতে তাদের বন্ধুদের কাজকর্ম আপনাকে হাসানোর তালেই রাখবে।
৪ বন্ধুর চার রকম ক্যারেক্টার আপনাকে প্রতিটা ক্যারেক্টর আলাদা ভাবে মজা দিবে, বিশেষ করে হেয়ার স্টাইল নিয়ে কিছু বলার নাই! আর মুভির দৃশ্বপট অসাধারণ জায়গা, যা মুভির কাহিনির সাথে ভীষন ভাবে ম্যাচ করবে।
দিনশেষে রোমান্স ক্যাটাগরির জয় হবে, ভালোবাসা মৃত বা জীবিত দেখে না। হাল্কা ইমোশনাল হইতে যাবেন, তার মধ্যেও আবার কমেডি চলে আসবে৷
যাই হোক যেটা বলার, এই ঘরানার মুভি আরো সাজেস্ট পাবার বাসোনা নিয়ে রিভিউ টা দেয়া, কারো কাছে এমন হরর+কমেডি বা এমন টাইপের মুভি সাজেশনে থাকলে আমায় সাজেস্ট করুন। আর পি মাক না দেখা থাকলে এই কোয়ারান্টাইন এ দেখে ফেলুন। ধন্যবাদ।
@Movie kotha .
#Follow ous for More new Movies and webseris @Movie kotha