imdb rating: Rating: 7.1/10
Release Year: 2005
Genre: Crime, Mystery, Drama
No Spolier
ঢালিউডের আমার দেখা একটি চরম অ্যাকশন থ্রিলার মুভি লাল সবুজ । তবে ২০০৫ এ মুক্তি পাওয়া এই মুভির প্লট তৎকালীন অন্য যে কোন মুভির থেকে এগিয়ে ছিল।
মুভির নায়ক ছিলেন মাহফুজ আহমেদ । মুভিতে তার ক্যারেক্টারের নাম সবুজ। তার ছোট ভাই লাল । সবুজ লালকে প্রচণ্ড ভালবাসে, স্নেহ করে। লাল টিভি চ্যানেলে একজন ক্রাইম রিপোর্টার । জমশেদপুর নামের এক শহরে একের পর এক খুন হতে থাকে সাধারন মানুষ।সব খুনের পিছনে থাকে একজন সন্ত্রাসি রাঙা মামা । কিন্তু রাঙা মামাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। লাল জমশেদপুর যেতে চায় রাঙা মামার মুখোশ উন্মোচন করতে কিন্তু তার মা তার বিপদের কথা ভেবে তাকে যেতে দিতে চায়না। পরে সবুজের সুপারিশে তার মা রাজি হয়। ক্রাইম রিপোর্টার লাল সেখানে যায় এবং ঘটনার তদন্ত করতে করতে রাঙা মামার কাছাকাছি পৌঁছে যায় । ঠিক সেই সময় খুন হয় লাল, রাঙা মামার হাতে।
সবুজের বুকটা ভেঙ্গে যায়। লালের খুনের প্রতিশোধ নিতে কলেজের প্রফেসরের ছদ্মবেশে সবুজ এসে পৌছায় জমশেদপুরে।একে রাঙা মামা একজন ভয়ঙ্কর সন্ত্রাসী তার উপর তাকে কেউ চিনে না। সবুজকে এখন রাঙ্গাকে খুজে বের করতে হবে তারপর তাকে শেষ করতে হবে।
কাহিনির প্লট এইটুকুতেই কি গায়ে কাঁটা দেয়ার জন্য যথেষ্ট না? মুভির অ্যাকশন ভালো আর মুভির কাহিনি যেভাবে এগিয়ে যায় তাতে ডিরেক্টরের মুনশিয়ানার ছাপ পাওয়া যায়। আর পুরো মুভিতে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরা হয়েছে খুব সুন্দর ভাবে।
এই মুভির দুটি উল্লেখযোগ্য জিনিসের মধ্যে একটি হচ্ছে আসিফের গাওয়া সবুজের বুকে লাল গানটি । গানটি খুব জনপ্রিয় হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে মাহফুজের অ্যাটিটিউঁড । একটি অ্যাকশন মুভিতে নায়কের ক্যারেক্টার যেমন হওয়া উচিৎ।
মুভির একদম শেষে একটা টুইস্ট আছে। বাংলা মুভিতে এরকম টুইস্ট আশা করা যায় না।
মুভিটা দেখে ফেলুন । ভালো লাগবে।
@Movie kotha .
#Follow ous for More new Movies and webseris @Movie kotha