Categories
Books

বই নিয়ে কথা “ভাল্লাগে না”

রিভিউ নাম্বারঃ ১৮

বইয়ের নাম : ভাল্লাগে না

লেখক : Ayman Sadiq & Antik Mahmud Ank

প্রকাশনা : আদর্শ

প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৯

গায়ের মূল্য : ৩০০টাকা

যদি এক কথায় বইটি সম্পর্কে

Get the kotha app

রিভিউ নাম্বারঃ ১৮

বইয়ের নাম : ভাল্লাগে না

লেখক : Ayman Sadiq & Antik Mahmud Ank

প্রকাশনা : আদর্শ

প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৯

গায়ের মূল্য : ৩০০টাকা

যদি এক কথায় বইটি সম্পর্কে বলতে চাই তাহলে বলবো, এটি হচ্ছে নতুন প্রেমের সম্পর্কের মতো “যেখানে শুরুতে সব ভালো লাগে কিন্ত আস্তে আস্তে ভালোলাগা কমে যায়”।

প্রথম দিকে তো পড়তে বেশ ভালো লেগেছে সাথে অন্তিক মাহমুদের কার্টুন গুলো তো এককথায় অসাধারণ এবং সেই মজার।

বইটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে বিশেষকরে রকমারির সেরা ৫ এ থাকার কারণে তবে আমি এই বিষয়ে কিছু বলবো না, আমরা যখন বাইরের দেশের নন-ফিকশন বই পড়ি তখন দেখা যায় বইগুলো তাদের প্রেক্ষাপট বা পরিস্থিতি নিয়ে লিখা যার ফলে সেই লিখার সাথে রিলেট করা একটু কষ্টকর হয়ে যায় কিন্ত সেই দিক দিয়ে “ভাল্লাগে না” বইটি আমাদের দেশের পরিস্থিতি নিয়ে লিখা যার ফলে পাঠকেরা খুব সহজেই বইয়ের সাথে রিলেট করতে পারবেন।

আপনার অবস্থা কিরকম আছে তা জানার জন্য বইয়ের মধ্যেই অনেক অনুশীলনী দেওয়া আছে যা পূরণ করলে আপনার নিজের বিষয়ে ভালো একটি ধারণা হবে আর ভবিষ্যৎ নিয়েও ভালো ধারণা পাবেন।

বইটি থেকে আমার প্রিয় উক্তি আপনাদের জন্য পেশ করছি :

১. নিজের পরিবর্তনের জার্নিটা আজীবনের

২. শুধু মৃত মানুষ হতাশ হয় না, মৃত মানুষ কষ্ট পায় না

৩. আমাদের কথাবার্তা ও কার্যকলাপই আমাদের ব্যাক্তিত্বের নির্দেশক

৪. পৃথিবীর সবকিছুই অসম্ভব লাগে যতক্ষণ পর্যন্ত সেটা কেউ করে না দেখায়

৫. স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়, অদম্য ইচ্ছাশক্তি, চেষ্টা আর পরিশ্রম

৬. আমরা যতবেশি ভাল্লাগে না-র মধ্যে থাকি আমাদের মধ্যে তত বেশি ঢিলেমি কাজ করে

৭. যে মানুষের সফলতার পেছনে যত বেশি ব্যর্থতা থাকবে এবং ধাক্কা থাকবে সে আসলে তত বেশি সফল

৮. পারব না! বলে প্রকৃত অর্থে কিছু নেই, সমস্যাটা হলো আমরা হারার আগেই হেরে বসে থাকি

৯. আত্ননির্ভরশীল হও। পরনির্ভরশীলতা সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা

১০. আমরা বাঙালিরা পাশ কাটিয়ে বা দায় এড়িয়ে গিয়ে অভিযোগ আর একে-অপরকে দোষারোপ করার বেলায় বিশেষ পারদর্শিতা রাখি

১১. দেশটা যদি আমাদের হয় তাহলে সে সমস্যাগুলোও আমাদের। আর সমস্যাগুলোকে সমাধানের দায়ও তো দিনশেষে আমাদের ওপরই বর্তায়

১২. আমাদের ছোট ছোট শখ থেকে শুরু করে আমাদের বড় বড় স্বপ্ন “লোকে কি বলবে” নামক ঘাতক ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে

১৩. জীবনে চলার পথে যেকোনো পরিস্থিতিতে, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যর পরামর্শ নিতে লজ্জার বালাই করবে না

১৪. কথিত আছে, বাঙালির নাকি তিন হাত। বাম হাত,ডান হাত আর হলো গিয়ে অজুহাত। সময়ই তো পাই না – আমাদের সবচেয়ে প্রিয় এবং ভরসাযোগ্য অজুহাত

১৫. অভ্যাসের পরিবর্তন থেকেই আমাদের জীবনের পরিবর্তন আসে এবং এই অভ্যাসের পরিবর্তনগুলোই আমাদের জীবনের চালিকাশক্তি হিসেবে কাজ করে

=> এই ছিল বইটি নিয়ে আমার মতামত..ইচ্ছা হলে পড়ে দেখতে পারেন..কিছু না কিছু তো অবশ্যই শিখবেন..

আসুন নিজে বই পড়ি অন্যকেও পড়তে বলি।
পড়বে সারা দেশ,তাহলেইতো এগিয়ে যাবে বাংলাদেশ।

রিভিউতেঃ Nazmul Islam Shohan (💛হিমু💛)

Get the kotha app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *