রিভিউ নাম্বারঃ ২১
#রিভিউ
বইঃ প্যারাডক্সিক্যাল সাজিদ
লেখকঃ আরিফ আজাদ
প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশন্স
প্রকাশকালঃ বইমেলা-১৭
পৃষ্ঠাঃ ১৭৬
মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা
বইয়ের আলোচনাঃ
মূল চরিত্র- সাজিদ। সাজিদ প্রথমে নাস্তিক ছিল। কিন্তু যখন স্রষ্টার অস্তিত্বের এবং অদেখা জিনিসের প্রতি বিশ্বাসের প্রমাণ দেখালো, তখন বিশ্বাসের পথে ফিরে এলো। এদিকে সাজিদের প্রত্যাবর্তন নাস্তিকদের জন্য কাল হয়ে দাঁড়ালো। সাজিদের এই জ্ঞান, যোগ্যতা বুদ্ধিমত্তা সকলকে তাক লাগিয়ে দেয়। তাঁর শিক্ষক, সহপাঠী, পরিচিত অপরিচিতদের মধ্যে যারা নাস্তিক ছিল, তাদের প্রতিটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খভাবে উত্তর দিতো কোরআন ও বিজ্ঞানের সমন্বয়ে। তাঁর তত্ত্ববহুল উত্তরে নাস্তিকরা ‘থ’ হয়ে যায়। সাজিদের অভূতপূর্ব সাক্ষী নাস্তিকদের রীতিমতো গাত্রদাহ শুরু হয়।
নাস্তিকদের উত্থিত প্রশ্ন থেকে কিছু এমন-
*স্রষ্টা খারাপ কাজের দায় নেন না কেন?
*মুশরিকদের যেখানেই পাও, হত্যা করো! *কোরআনের এই আয়াত কি জঙ্গিবাদের দিকে উস্কে দেয় না?
*স্রষ্টাকে কে সৃষ্টি করল?
*কোরআন কি মুহাম্মদ (সা.) এর বানানো গ্রন্থ? *আয়েশা (রা.) ও মুহাম্মদ (সা.) এর বিয়ে এবং কথিত নাস্তিকদের কানাঘুষা!
*কোরআনে বিজ্ঞান- কাকতালীয় না বাস্তবতা?“
এমন আরো অনেকগুলো প্রশ্নের সাবলীল উত্তর দিয়ে অজস্র মানুষের প্রিয়ভাজন হয়েছে সাজিদ।
রাসূল (সা) আয়েশা (রা)কে ৯ বছর বয়সে বিবাহের প্রসঙ্গ নিয়ে নাস্তিকদের কানাঘুষার এক চমকপ্রদ জবাব দেয়া হয়েছে বইটিতে।
বঙ্গবন্ধুর বিয়ের সময় স্ত্রীর বয়স ছিল ৮ বছর। কিন্তু এটা নিয়ে তো মুক্তমনার কোন মুক্তচিন্তক এখন পর্যন্ত আওয়াজ তোলেনি!
তাহলে রাসূল (সা.)’র বিবাহ নিয়ে নাস্তিকদের এতো কানাঘুষা কেন?
এজাতীয় আরো প্রশ্নের উত্তর জানতে বইটি অদ্যপান্ত পড়ুন।
ভালোলাগাঃ বইয়ের প্রচ্ছদ, বাধাইয়ের প্রতি মুগ্ধ হয়েছি। পাশাপাশি অজানা অনেক বিষয় জানতে পেরেছি।
কেন পড়বেনঃ
১. অবিশ্বাসীদের বিশ্বাসের পথে ফিরিয়ে আনার জন্য।
২. অবিশ্বাসীদের কতিপয় প্রশ্নের উত্তর কুরআন হাদীসের মাধ্যমে জানার জন্য।
ছবিঃ ফেসবুক থেকে নেওয়া
রিভিউয়েঃ Nazmul Islam Shohan (হিমু)