আজ আমরা জানবো কম্পিউটার অপারেটর পেশা নিয়ে।
একজন কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য (ডাটা) এন্ট্রির কাজ সম্পাদন করেন। প্রতিষ্ঠানের অধীনে চাকরি ছাড়াও এ পেশায় ফ্রিল্যান্সিং করে ঘরে বসে উপার্জন করার সুযোগ রয়েছে।
এক নজরে একজন কম্পিউটার অপারেটর
সাধারণ পদবী: কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর
বিভাগ: অফিস সাপোর্ট
প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম/কোম্পানি
ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম
লেভেল: এন্ট্রি
এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা:কাজ ও প্রতিষ্ঠানসাপেক্ষ
এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন:৳১০,০০০ – ৳১৫,০০০
এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স: কাজসাপেক্ষ
মূল স্কিল: কম্পিউটারের সাধারণ ব্যবহারে দক্ষতা, মাইক্রোসফট অফিস সফটওয়্যারে দক্ষতা, স্প্রেডশিট ব্যবহারে দক্ষতা
বিশেষ স্কিল: নির্ভুল টাইপিং, সময় ব্যবস্থাপনা
………..……………….……..…………………
কম্পিউটার অপারেটরের পেশা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে-