নাটক, সিনেমা ও বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে একজন অভিনেতা অভিনয় করেন। গতানুগতিক মিডিয়ার পাশাপাশি বর্তমানে ইউটিউব বা ফেসবুকের জন্য তৈরি করা ভিডিওতে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
এক নজরে একজন অভিনেতা
সাধারণ পদবী: প্রযোজ্য নয়
বিভাগ: ক্রিয়েটিভ ক্যারিয়ার
প্রতিষ্ঠানের ধরন: কাজসাপেক্ষ
ক্যারিয়ারের ধরন: পার্ট-টাইম, ফুল-টাইম, চুক্তিভিত্তিক
লেভেল: প্রযোজ্য নয়
সম্ভাব্য অভিজ্ঞতা সীমা: কাজসাপেক্ষ
সম্ভাব্য গড় বেতন: কাজসাপেক্ষ
সম্ভাব্য বয়স সীমা: কাজসাপেক্ষ
মূল স্কিল: অভিনয়ে পারদর্শিতা
বিশেষ স্কিল: মানসিক চাপ সামলানোর ক্ষমতা
অভিনেতার পেশা সম্পর্কিত প্রশ্ন
একজন অভিনেতা কোথায় কাজ করেন?
একজন অভিনেতা কী ধরনের কাজ করেন?
একজন অভিনেতার কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
একজন অভিনেতার কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
অভিনয় কোথায় শিখবেন?
একজন অভিনেতার মাসিক আয় কেমন?
একজন অভিনেতার ক্যারিয়ার কেমন হতে পারে?
একজন অভিনেতা কোথায় কাজ করেন?
বিনোদনভিত্তিক বিভিন্ন এজেন্সি, প্রোডাকশন হাউস ও থিয়েটারে যুক্ত হয়ে অভিনেতারা কাজ করেন। যেসব মাধ্যমে কাজ করা সম্ভব, সেগুলোর মধ্যে রয়েছেঃ
টেলিভিশন নাটক
চলচ্চিত্র
মঞ্চ নাটক
বিজ্ঞাপন
একজন অভিনেতা কী ধরনের কাজ করেন?
একজন অভিনেতার মূল দায়িত্ব হলো অভিনয়ের মাধ্যমে কোন চরিত্রকে দর্শকের কাছে তুলে ধরা।
একজন অভিনেতার কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
শিক্ষাগত যোগ্যতাঃ মুখ্য নয়। তবে একজন অভিনেতা কোন নাটকদল/গোষ্ঠীতে যোগ দিয়ে অভিনয় রপ্ত করতে পারেন। চাইলে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতাও অর্জন করতে পারেন। যেমনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে ৪ বছর মেয়াদি একটি বি.এ. অনার্স কোর্স বা এম.এ কোর্স।
শারীরিক যোগ্যতাঃ কিছু চরিত্রে অভিনয় করার জন্য নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য চাওয়া হতে পারে।
একজন অভিনেতার কী ধরনের জ্ঞান ও দক্ষতা থাকতে হয়?
অভিনয়ের দক্ষতা
সংলাপের সঠিক ব্যবহার
এর বাইরে নাচ-গানের দক্ষতা থাকলে প্রাধান্য পাবেন।
চ্যালেঞ্জিং এ পেশায় ভালো করতে হলে আরো দরকারঃ
মানসিক চাপ সামলানোর দক্ষতা
নেটওয়ার্কিং করার দক্ষতা, যা নতুন কাজ পেতে সাহায্য করবে
অভিনয় কোথায় শিখবেন?
মঞ্চ নাটক দলের সাথে যুক্ত হয়ে অনেকে অভিনয় শেখেন। এর বাইরে প্রাতিষ্ঠানিকভাবে কিছু জায়গায় পড়াশোনা করা যায়। যেমনঃ
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
নাট্যকলা ও সঙ্গীত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
একজন অভিনেতার মাসিক আয় কত?
টেলিভিশন নাটকের অভিনেতারা শিফট মেনে পারিশ্রমিক পান। জনপ্রিয়তা ভেদে এটি আলাদা হয়।
চলচ্চিত্রের অভিনেতারা পারিশ্রমিক ছাড়াও কিছু ক্ষেত্রে লভ্যাংশ পেয়ে থাকেন।
বিজ্ঞাপনের ক্ষেত্রে কাজের ভিত্তিতে আয় করা সম্ভব।
একজন অভিনেতার ক্যারিয়ার কেমন হতে পারে?
অভিনয় গতানুগতিক কোন পেশা নয়। সফল অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা পাবার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। ধৈর্যের সাথে ভালো পারফরম্যান্সের মাধ্যমে দর্শকের মন জয় করতে পারলে সাফল্য অর্জন করা সম্ভব।
অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করে অনেকে পরে পরিচালনা বা প্রযোজনায় মনোনিবেশ করেন।