◽সেন্স :
মূলত, সেন্স মানে বোঝার ক্ষমতা। বিষয়ের মধ্যে যেসব উপাদান-উপকরণ বা বৈশিষ্ট্য থাকে সেসবের মধ্যে কার্য-কারণ সূত্র আবিষ্কার ও ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে একটা পূর্ণ ধারণা তৈরি করার ক্ষমতা।
ক্ষেত্রবিশেষে সেন্স মানে অনুভব বা উপলব্ধি। অনুভব বা উপলব্ধি করার ক্ষমতা অবচেতন মনে প্রায় নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে আবার তা সক্রিয় হয়ে সচেতন মনে হাজির হতে পারে।
◽কাণ্ডজ্ঞান :
কাণ্ডজ্ঞান মানে কাণ্ড সংক্রান্ত জ্ঞান। কাণ্ড মানে ঘটনা। তাহলে ঘটনা সংক্রান্ত জ্ঞান। কাণ্ডজ্ঞান শব্দটা যদি যথার্থে ব্যবহৃত হয় তাহলে তা মূলত ওই কমন সেন্সের মতই।
কাণ্ডজ্ঞান বা কমন সেন্স যথার্থে উচ্চারণ করলেই স্মরণীয়: একটি ঘটনা বা বিষয় আছেই এবং সেখানে একটি তুলনাও আছে।
◽ছবি ও কিছু তথ্য উইকিপিডিয়া থেকে সংগৃহীত
◽ “কথা লাইফ হ্যাকস“কে কিছু জানাতে এবং
জানতে পারসােনাল প্রােফাইলে যােগাযােগ করুন
▶ My personal Kotha Account ⤵
🆔 ℳαΉα∂ι Ήαξαη 🎓
https://link.kotha.app/app/user/preview/34bfmycwq
▶ Facebook Account ⤵
https://www.facebook.com/mahidi.shakil.5
▶ Facebook Page ⤵
https://www.facebook.com/কথা-লাইফ-হ্যাকস-111040167357029/
▶ Instagram Account ⤵
www.instagram.com/mahadi_hassan_shakil