রিভিউ নাম্বারঃ ২৮
বই – শাহনাজ ও ক্যাপ্টেন ডাবলু।
লেখক – মুহম্মদ জাফর ইকবাল।
ধরন – বৈজ্ঞানিক কল্পকাহিনী।
শাহনাজ ছুটিতে সোমাদের বাড়িতে বেড়াতে গেল, সাথে বদমেজাজি ভাই ইমতিয়াজ।সেখানে শাহনাজের সাথে পরিচয় হয় খুদে বিজ্ঞানী ক্যাপ্টেন ডাবলুর।
এদিকে পাহাড়ের একটি ঝরনা হঠাৎ করে উধাও হয়ে গেছে। খতিয়ে দেখতে সেখানে গেল ইমতিয়াজ, পিছু নিল শাহনাজ ও ডাবলু।সেখানে তারা পাহাড়ের ফাটলে একটি মহাকাশযান দেখতে পায়।মহাকাশযানটির ভিতরে তারা দেখতে পেল পৃথিবীর সব প্রাণীদের নমুনা, মানুষের নমুনা হিসেবে ছিল ইমতিয়াজ।
ভিনগ্রহের প্রাণীটি তাদের তাচ্ছিল্যের সঙ্গে মহাকাশযান থেকে বের করে দেয়।মানুষ যে উন্নত প্রাণী তা বোঝাতে তারা পুনরায় মহাকাশযানের ভিতরে প্রবেশ করে এবং জোকস বলে হাসতে থাকে।
হাসি শুনে ভিনগ্রহের প্রাণীটি(ডক্টর জিজি) অবাক হয়ে যায় এবং তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায়।ডক্টর জিজির সাহায্যে অসুস্থ সোমা সুস্থ হয় এবং মোবারক স্যারকে উচিত শিক্ষা দেওয়া হয়।
বইটি কোনো ভারী বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় তাই বইটিকে শুধুমাত্র আনন্দের উৎস হিসেবে নিলে কিছু সময় আনন্দে কেটে যাবে।
রিভিউয়েঃ Nazmul Islam Shohan (হিমু)