টাইটেল : পাখির ডিম মূলক ধাঁধা (ষষ্ঠ ভাগ)।
ধাঁধার সংখ্যা : ৮১
পাখির ডিম আমাদের কাছে অতি পরিচিত বিষয়। ডিমের মর্ম উপলব্ধি করার প্রয়াসে যুগ যুগ ধরে যেমনি নানা রকম কবিতা, চিত্রাঙ্কন ইত্যাদিতে পরিস্ফুটিত করা হয়েছে, তেমনি এর বৈশিষ্ট্য তুলে ধরার লক্ষে এটি ধাঁধার মধ্যেও অন্তর্গত হয়েছে। কিছু দৃষ্টান্ত নিম্নরূপ –
★ একটা লাউয়ের টেটাই (ডাঁটা) নাই। (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : ডিম)
★ একটি গেলাসে দুই পানি ,
যে বলতে পারে সে জ্ঞানী । (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : ডিম)
★ একটি ঘরে চুণকাম করে ,
এমন মিস্ত্রি নেই যে ভেঙে তৈরী করে । (অঞ্চল : হুগলী) (উত্তর : ডিম)
★ হে ভগবান করলি কি ?
বোটা নেই তো ধরব কি ! (অঞ্চল : বাঁশপাহাড়ি) (উত্তর : ডিম)
★ রাজার ঘরে কুচড়ীটা ,
লাদলে নাই লাদায় । (অঞ্চল : বীরভূম) (উত্তর : ডিম)
★ একটা কূয়ার তিন রকমের জল । (অঞ্চল : কুষ্টিয়া) (উত্তর : ডিম)
★ একটি বুড়ি দুয়ারে নেই । (অঞ্চল : হাতিবাড়ি) (উত্তর : ডিম)
★ এতটুকু মন্দিরটি চূণ ধপ ধপ করে ,
সাত রাজার বেটা আইলে ,
ভেঙ্গে গড়াতে লারে । (অঞ্চল : বর্ধমান) (উত্তর : ডিম)