Genres – Horror, Sci-Fi, Thriller
Release – March 20,2020
Director – Galder Gaztelu-Urrutia
Country – Spain
Imdb- 7.0/10
Personal – 9/10
অ্যালার্টঃ হরিফিক ভায়োলেন্স ইনক্লুডিং ক্যানিবালিজম।সুতরাং দূর্বল চিত্তের ব্যক্তিরা এভয়েড করতে পারেন।
ডিস্টোপিয়ান একটা পৃথিবীর একটা জেলখানায় বন্দীদেরকে একটা প্লাটফর্ম বা টেবিলে নির্দিষ্ট পরিমাণ দৈনন্দিন খাবার দেওয়া হয়, যা লেভেল জিরো থেকে শুরু হয়ে সোজা নিচে লেভেল ১, ২, ৩ এভাবে অনেক নিচে নামতে থাকে। লেভেল জিরোর উপরে থাকে প্রশাসক বা সরকার। একটা লেভেলে দুইজন বন্দী থাকে, আর খাবারের প্লাটফর্মটা প্রত্যেক লেভেলে মাত্র দুই মিনিটের জন্য থামে। কেউ জমিয়ে রাখার জন্য বাড়তি খাবার রাখলে সেই ফ্লোর ভীষণ গরম অথবা ঠান্ডা হয়ে উঠে। বন্দীদেরকে এক মাস পরপর লেভেল বদলে দেওয়া হয়। উপরের দিকে যারা থাকে, বুঝতেই পারছেন, তারা বেশি খাবার খায়, নিচের লেভেলের বন্দীদের কথা ভাবে না। আর নিচের লেভেলের বন্দীদের কী অবস্থা হয় ভাবুন।
নিজেদের স্বার্থপরতা, উপর তলার মানুষের প্রতি ঘৃণা, নিচের তলার মানুষের প্রতি তাচ্ছিল্য, অসহায়ের প্রতি নির্যাতন সবকিছুরই এক প্লাটফর্ম এই মুভিটি।
এর সাথে তুলনা করা যায় বৈশ্বিক পুঁজিবাদী সিস্টেম ও তার অবভিয়াস চেহারাকে। এর সমাধান কী? বন্দীদের মধ্যে কেউ কি পারবে সিস্টেমটা বদলাতে? সবাই কি সমান খেতে পারে না? সরকার নাগরিকদের নিয়ে কতটা ভাবে? সরকার কি সত্য কথা বলে? জগতে মানুষ আসলে কী?
অদ্ভুত দার্শনিক একটি ফিল্ম।
আমাদের ট্রেইলার রিভিউ দেখুন 🔽🔽🔽🔽
https://youtu.be/_zE77mNx0FA
আমাদের পাশেই থাকুন ✅
ডাউনলোড লিঙ্ক এর জন্য জয়েন করুন অথবা মেসেজ করুন মুভি কথাকে ধন্যবাদ ⏬⏬⏬
⏩Telegram link……… : https://t.me/Moviekotha
⏩YouTube link…….. :
📌 https://www.youtube.com/c/moviekotha
📌https://www.youtube.com/c/moviekothadetails
⏩Instagram……………: instagram.com/moviekotha/
📌মুভি লাভারদের মত কেউ মোবাইল লাভার হন এখনি ঘুরে আসুন আমাদের অফিসিয়াল Mobile kotha account থেকে 🔜👇👇👇 ⏩mobile Kotha……… : https://bit.ly/36PVcFt