★ গাই তো গোবিন দুধ তো মিঠা ,
ষোলশ গোপিনী একটি পিঠা । (অঞ্চল : বেলপাহাড়ী) (উত্তর : মৌচাক)
★ এক খাস , বত্রিশ দুয়ার । (অঞ্চল : হাতীবাড়ী) (উত্তর : মৌচাক)
★ সাত মদধুন বারো কোঠা ,
ডিম দিছে গোটা গোটা ,
হে প্রভু তুমি সাখী ,
ডিম দিছে কোন পাখী ? (অঞ্চল : নদীয়া) (উত্তর : মৌচাক)
★ সরু ডালে ষোলশ পাইড়কা বাঁধা । (অঞ্চল : মাঠা) (উত্তর : মৌচাক)
★ উড়ে বনে কুড়ির বাসা ,
কুত কুতাইয়া চায় ,
ধরতে গেলে মারতে আসে ,
এত বড় দায় ! (অঞ্চল : মাঠা) (উত্তর : মৌচাক)
★ বনের ভিতর থেকে বেরুল হুঁই ,
ছায়া পোনা নিয়ে কাহন দুই । (অঞ্চল : পরগণা) (উত্তর : মৌচাক)
★ আইল রে কালুইখ্যা ,
বইল রে ডালে ,
কার বাবার সাধ্য আছে ,
কালুইখ্যারে লাড়ে । (অঞ্চল : ঢাকা) (উত্তর : মৌচাক)