সাইবার স্পেসে ব্যক্তিগত-পারিবারিক-সামাজিকসহ নানাভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন নারীরা। অনেকসময় ভিকটিম হয়েও তা লুকিয়ে রাখছেন, অভিযোগ তো নয়ই প্রকাশও করছেন না ভয় বা লজ্জায়। অনেকে হয়ত বুঝে উঠতে পারছেন না কোথায় বা কার কাছে যাবেন। এরই প্রেক্ষাপটে বর্তমান আইজিপি মহোদয়ের নির্দেশনায় পুলিশ হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধানে সাইবার স্পেসে শুধু নারী ভিকটিমদের সহায়তার জন্য ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ এর যাত্রা শুরু হলো।
নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস নির্মানে বাংলাদেশ পুলিশ সর্বোতভাবে সচেষ্ট আছে এবং থাকবে।
https://m.facebook.com/story.php?story_fbid=2871583856391271&id=1790565001159834
সাইবার অপরাধের শিকার নারীরা যোগাযোগ করতে পারেন এই ফেসবুক পেইজে https://www.facebook.com/PCSW.PHQ/ , ইমেইল [email protected] বা মোবাইল 01320000888 ।