যেখানে সব কোম্পানিগুলো প্রো, প্রো ম্যাক্স এবং প্রো প্লাস ডিভাইস উন্মোচনের ধারাবাহিকতা বজায় রাখছে সেখানে পিছনে ফিরে গেলো শাওমি এবং একটি মাত্র ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছে কোম্পানিটি। মঙ্গলবার উন্মোচিত এই নতুন স্মার্টফোনটি হলো শাওমি এমআই ১১।
স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট নিয়ে এটিই আনুষ্ঠানিকভাবে প্রথম ফোন। রয়েছে শাওমির সেরা ডিসপ্লে অর্থাৎ কিউএইচডি প্লাস রেজ্যুলেশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।
তিনটি ভিন্ন মেমরি সংস্করণে ফোনটি আনা হয়েছে। ৮ জিবির সাথে র্যামের সাথে ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল মেমরি এবং ১২ জিবি র্যামের সাথে ২৫৬ জিবি ইন্টারন্যাল মেমরি থাকলেও নেই কোনো মাইক্রোএসডি কার্ড স্লট।
ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যাম। এছাড়া রয়েছে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যাম ও বেসিক ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সামনে থাকছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ফোনটিতে ৫৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং রিভার্স চার্জিংয়ে ১০ ওয়াট রেট থাকছে। সাথে রয়েছে ৪৬০০ এমএএইচ পাওয়ার সেল। ডিভাইসটির রিটেইল বক্সের সাথে কোনো চার্জার না থাকায় গ্রাহকরা নিজেদের পছন্দমতো অ্যাডাপ্টর কিনে নিতে পারবেন। তবে একেবারে নাছোড়বান্দা হলে বিনামূল্যে ৬৫ ওয়াটের জিএএন অ্যাডাপ্টর দেয়া হবে বলে জানানো হয়েছে।
ফোনটিতে রয়েছে ডুয়াল ফাইভজি সংযোগ, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, এনএফসি, নাইট মোডসহ প্রয়োজনীয় সকল ফিচার। ইতিমধ্যেই প্রি-অর্ডার শুরু হওয়া ফোনটির বিক্রি শুরু হবে বছরের প্রথম দিন থেকেই।
আমাদের মুভি রিভিউ ভিডিও দেখে ফেলুন 🔽🔽
মোবাইল এর পাশাপাশি যদি আপনি মুভি লাভার হন তবে এখনি আমাদের পাশেই থাকুন ✅ মুভি ডাউনলোড লিঙ্ক এবং নিউজ এর জন্য জয়েন করুন ⏬⏬⏬
⏩Telegram link……… : t.me/Moviekotha
⏩Instagram link……… : https://bit.ly/2ArZw1m
⏩YouTube link…….. : https://bit.ly/36GxyeC
⏩mobile Kotha……… : https://bit.ly/36PVcFt
⏩Instagram……………: instagram.com/moviekotha/
🔵
বাসা থাকুন
সুস্থ থাকুন
ধন্যবাদ