রিভিউ নাম্বারঃ ১৭
বুক রিভিউ
বইয়ের নামঃষোলো আনা
বইয়ের ধরনঃউপন্যাস
লেখকঃ আরিফ খন্দকার
রিভিউ লেখকঃ Shafayet Shawon
মুদ্রিত মূল্যঃ ২৫০টাকা
★চরিত্রসমূহঃ নিয়াজ চৌধুরী, রেজাউল চৌধুরী, রিয়াজ চৌধুরী, আমিনা বেগম,রাশিদা বানু, আজিজ মাস্টার,
আরো অনেক উল্লেখযোগ্য চরিত্র রয়েছে যা একটা গল্পকে সুন্দর করে ফুটিয়ে তুরতে সাহায্য করছে।
★গঞ্জে নিয়াজ চৌধুরীর পুরোনো একটা চালের আড়ত আছে। বাব দাদার আমলের আড়ত।এর মাধ্যমেই তিনি রাজার হালে চলেন। তার ছোট ছেলে রিয়াজ মদ,সিগারেট, গাঁজা এবং জুয়া খেলে তার বাবার রাজার হালকে ভিক্ষুকের হাল বানিয়ে দিয়েছে। রিয়াজ চৌধুরী প্রতিদিন জুয়া খেলে আর প্রতিদিন তার বাবার কেশ থেকে টাকা চুরি করে। জুয়া খেলে সে কোনদিন জিততে পারে নি। আর এভাবেই সে তার বাবার আড়তটিকে ধ্বংসের মুখে ফেলে দেয়।
রিয়াজ চৌধুরী তিন তিনবার এসএসসি পরিক্ষা দেয় এবং কোনোবারই পাশ করতে পারে নি। অন্যদিকে তার ছোটবোন প্রথমবারেই তাকে টপকে পাশ করে যায়।তার বড়ো ভাই রেজাউল ছিলেন সেই স্কুলের শিক্ষক।রিয়াজ তার বড়ো ভাইয়ের জমানো টাকা দিয়েও সে জুয়া খেলে শেষ করে দেয়।
আমেনা বেগমের তথা নিয়াজ চৌধুরীর স্ত্রীর ক্যান্সার দেখা দেয়। তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। যার জন্য নিয়াজ চৌধুরী তার মাছের আড়ত বিক্রি করে দেন। তারপরও তাকে বাঁচাতে পারলেন না। আমেনা বেগমের মৃত্যুর পর নিয়াজ চৌধুরী একা হয়ে যান এবং কিছুদিন পর তিনিও মারা যান।
রিয়াজ চৌধুরী তার বড়ো ভাই রেজাউল চৌধুরীকে স্ত্রী সহ বাড়ি থেকে বের করে দেন। তারা বাড়ি ছেড়ে দিয়ে গিয়ে উঠেন আজিজ মাস্টারের বাড়িতে। কিছুদিন পর তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। সন্তান জন্ম দেবার পরপরই রাশিদা বানু মারা যায়। সদ্য জন্ম নেওয়া সন্তানকে আজিজ মাস্টারের কাছে তুলে দিয়ে রেজাউল চৌধুরী কোথায় যেনো চলে যায়।
কন্যা বড়ো হবার পর তার বিয়ের ব্যাবস্থা করেন আজিজ মাস্টার এবং বিয়ের আগেই বরকে সব সত্যি কথা খুলে বলেন তিনি। এই সব কথাই শুনতে পায় তার মেয়ে এবং এসব কথা শুনে সে বাড়ি ছেলে বের হয়ে যায় বাবার খুজে।
গল্পের শেষে একটা প্রশ্ন থেকেই যায় হামিদা কি তার বাবাকে আদোও খুঁজে পাবে না কি?
আসলে মানব জীবনে কখনো কেউ কোনো দিক দিয়ে পূর্ণতা পায় না কোথাও না কোথাও অপূর্ণ থেকেই যায়।
ষোলো আনা কখনোই পূর্ণ হয় না।
★ উল্লেখযোগ্য কিছু উক্তিঃ
★ যে মানুষ নিজেকে পড়তে পারে না সে মানুষকে পড়তে পারে না
★মনের সম্পর্ক মনের সাথে হয়, আর কায়ার সম্পর্ক হয় কায়ার সাথে।
★এই জগতে কখনো ঘরের অভাব হয় না, মানুষের অভাব হয় না কিন্তু অভাব হয় মনের।
★ নারীর মন হলো জলের মতো আর পুরুষের মন পাথরের মতো।
★ পাঠকদের উদ্দেশ্য করে বলছি যে, বইটা আপনারাও পড়তে পারেন। আশা করি বইটা পরে আপনাদেরও ভালো লাগবে।
উপস্থাপনায়ঃ Nazmul Islam Shohan (হিমু)