Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (ছত্রিশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১২৩

শঙ্খ সম্পর্কে আমরা কম বেশি পরিচিত। এটি সচরাচর আমাদের পরিবেশে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য ও বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই এর কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ জলের ভিতরে রয় খায় পঙ্কপানি ,
অষ্টাঙ্গে তার কিছুই নাই ,
হাইড় দু খানি ,
পরের হিতে হিত কইবলম ,
পিঠ কইরলম ছেদা ,
মূর্খেতে বই লবেক কি ,
পণ্ডিতকে লাইগছে ধাঁধা । (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : শঙ্খ)

★ জলে তার জন্ম ,
ডাঙ্গায় তার কর্ম ,
সুডাক ডাকে ,
গায়ে তার জামা নাই ,
বিধাতার পাকে । (অঞ্চল : মুর্শিদাবাদ) (উত্তর : শঙ্খ)

★ কভু এসে হাত ধরে ,
কভু মারে চড় ,
অধরে অধর দিলে ,
বলে মধুস্বর ! (অঞ্চল : হুগলি) (উত্তর : শঙ্খ)

★ জল থেকে তুলে এনে সুডাক ডাকে ,
মঙ্গল কাম নিয়ে যায় তাকে । (অঞ্চল : পরগণা) (উত্তর : শঙ্খ)

★ জলে থাকে প্যাক প্যাক ডাকে ,
বাজালেও বাজে ,
কাটলেও কাটে । (অঞ্চল : রাজশাহী) (উত্তর : শঙ্খ)

★ ধ্বক কুড়া লেজ মোচড় । (অঞ্চল : নদীয়া) (উত্তর : শঙ্খ)

★ এখান থেকে মারলুম তাড়া ,
তাড়া গেল সেই বামুন পাড়া । (অঞ্চল : হুগলি) (উত্তর : শঙ্খধনি)

Categories
Puzzle

কীটপতঙ্গ মূলক ধাঁধা (পঁয়ত্রিশতম ভাগ)। ধাঁধার সংখ্যা : ১২২ মৌচাক সম্পর্কে আমরা কম বেশি পরিচিত। এটি সচরাচর আমাদের পরিবেশে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য ও বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই দ্বিতীয় ধাপে আরও কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ- ★ গাই গবনো দুধটা মিঠা , ষোল ষোল অবতার , খায় এক পিঠা । (অঞ্চল : পরগণা) (উত্তর : মৌচাক)

★ গাই তো গোবিন দুধ তো মিঠা ,
ষোলশ গোপিনী একটি পিঠা । (অঞ্চল : বেলপাহাড়ী) (উত্তর : মৌচাক)

★ এক খাস , বত্রিশ দুয়ার । (অঞ্চল : হাতীবাড়ী) (উত্তর : মৌচাক)

★ সাত মদধুন বারো কোঠা ,
ডিম দিছে গোটা গোটা ,
হে প্রভু তুমি সাখী ,
ডিম দিছে কোন পাখী ? (অঞ্চল : নদীয়া) (উত্তর : মৌচাক)

★ সরু ডালে ষোলশ পাইড়কা বাঁধা । (অঞ্চল : মাঠা) (উত্তর : মৌচাক)

★ উড়ে বনে কুড়ির বাসা ,
কুত কুতাইয়া চায় ,
ধরতে গেলে মারতে আসে ,
এত বড় দায় ! (অঞ্চল : মাঠা) (উত্তর : মৌচাক)

★ বনের ভিতর থেকে বেরুল হুঁই ,
ছায়া পোনা নিয়ে কাহন দুই । (অঞ্চল : পরগণা) (উত্তর : মৌচাক)

★ আইল রে কালুইখ্যা ,
বইল রে ডালে ,
কার বাবার সাধ্য আছে ,
কালুইখ্যারে লাড়ে । (অঞ্চল : ঢাকা) (উত্তর : মৌচাক)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (চৌত্রিশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১২১

মৌচাক সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। এটি সচরাচর আমাদের পরিবেশে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য ও বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই এর কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ মধ্য নদী , গাল্লু খুটা ,
গাই হামলায় দুধ মিঠা । (অঞ্চল : কোচবিহার) (উত্তর : মৌচাক)

★ আরাত পুতনু খুটা ,
গাই গরু তার দুধ মিঠা । (অঞ্চল : রাজশাহী) (উত্তর : মৌচাক)

★ রাজার বাড়ীর ছানদান ,
বত্রিশ ঘরের এক যান । (অঞ্চল : যশোর) (উত্তর : মৌচাক)

★ গাই তো কোকিলা ,
দুধ তত মিঠা ,
সহস্র গোপিনীর একটি পিঠা । (অঞ্চল : বেলপাহাড়ী) (উত্তর : মৌচাক)

★ আচির পাচির চাচির ঘর ,
ষোলটি কন্যার একটি বর । (অঞ্চল : শ্রীহট্ট) (উত্তর : মৌচাক)

★ গাইরে গোবিন্দ দুধবরণ মিঠে ,
ষোলটি পন ধানে একটি পিঠে । (অঞ্চল : হাওড়া) (উত্তর : মৌচাক)

★ ষোলশ গোপিনী একটি পিঠা ,
গাইটি গাভীন দুধটি মিঠা । (অঞ্চল : মানভূম) (উত্তর : মৌচাক)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (তেত্রিশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১২০

কীটপতঙ্গের মধ্যে মাকড়সা আমাদের কাছে অতীব পরিচিত জীব। এটি সচরাচর আমাদের পরিবেশে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই তৃতীয় ধাপে আরও কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ আট পা ষোল হাঁটু ,
মাছ ধরতে গেল টাটু ,
শুকনা ডাঙ্গায় পাতে জাল ,
মাছ ধরেছে চিরকাল । (অঞ্চল : বেলপাহাড়ী) (উত্তর : মাকড়সা)

★ আঁখির মধ্যে পাখীর বাসা ,
ত্রিশূলে জল বিঁধছে চাষা । (অঞ্চল : নদিয়া) (উত্তর : মাকড়সার জাল)

★ ছয় ঠ্যাং নয় হাটু ,
মাছ ধরিতে গেল নাটু ,
শুকনা ভুঁইতে পাতে জাল ,
মাছ ধরে খায় চিরকাল । (অঞ্চল : বরিশাল) (উত্তর : মাকড়সার বাসা)

★ বলদ জেলে জাল পাতে ,
তাহা ছায় না মাছ বাধে ,
তাহা খায় না ! (অঞ্চল : ফরিদপুর) (উত্তর : মাকড়সার বাসা)

Categories
Puzzle

কীটপতঙ্গ মূলক ধাঁধা (বত্রিশতম ভাগ)। ধাঁধার সংখ্যা : ১১৯ কীটপতঙ্গের মধ্যে মাকড়সা আমাদের কাছে অতীব পরিচিত জীব। এটি সচরাচর আমাদের পরিবেশে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই দ্বিতীয় ধাপে আরও কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ- ★ আষ্ট ঠেং ষোল হাঁটু , জাল বইয়ে রাধা কানু , মাছ ন বাঝে , কেঁজা বাঝে । (অঞ্চল : চট্টগ্রাম) (উত্তর : মাকড়সা)

★ জল গলে না পাথর গলে ,
কবি কালিদাসের বউ ,
এই কথাটি বলে । (অঞ্চল : নদীয়া) (উত্তর : মাকড়সার জালে শিশির)

★ আট ঠ্যাং ষোল হাঁটু,
মাছ মারে নালাটু ,
ফেলায় জাল তা ভেজে না।
মারে মাছে তা খায় না । (অঞ্চল : কোচবিহার) (উত্তর : মাকড়সা)

★ জল গলে না পানি গলে,
কালিদাসের বউ বলে । (অঞ্চল : বেলপাহাড়ী) (উত্তর : মাকড়সা)

★ আট পা ষোল হাঁটু ,
মাছ ধরতে গেল টাটু ,
স্বর্গে ফেলিল জাল ,
টাটু মাছ ধরে খায় চিরকাল । (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : মাকড়সা)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (একত্রিশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১১৮

কীটপতঙ্গের মধ্যে মাকড়সা আমাদের কাছে অতীব পরিচিত জীব। এটি সচরাচর আমাদের পরিবেশে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই এর কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ আমার নাম ভাটু ,
আটটা ঠ্যাং ঘোলটা হাঁটু ,
আমি জাল বুনি আটু পাটু (শীঘ্র) ,
শুকনা ডাঙ্গায় জাল পেতে ,
মাছ ধরি চিরকাল । (অঞ্চল : মেদিনীপুর) (উত্তর : মাকড়সা)

★ আট ঠ্যাং চব্বিশ হাঁটু ,
তার নাম মিরা হাঁটু ,
ফেলে জাল উঠানে মারে ,
মাছ খায় না । (অঞ্চল : রাজশাহী) (উত্তর : মাকড়সা)

★ শূন্যে আইসে শূন্যে যায় ,
শূন্যে বান্ধে ঘর ,
বিধাতার নির্বন্ধ তার ,
গর্দান ভোমর । (অঞ্চল : কোচবিহার) (উত্তর : মাকড়সা)

★ জল গলে নাই পাথর গলে ,
কবি কালিদাসের বৌ ,
রাস্তায় চলতে চলতে বলে । (অঞ্চল : বাঁশপাহাড়ী) (উত্তর : মাকড়সা)

★ মাকড়সার জাল জলে গলে না ,
না পাথর গলে ,
কালিদাসের বউ চিল্লায়ে বলে । (অঞ্চল : বেলপাহাড়ী) (উত্তর : মাকড়সা)

★ আট পা ষোল হাঁটু ,
মাছ ধরতে যায় ফটু ,
ডাঙায় ফেলে জাল ,
মাছ ধরে খালে খাল । (অঞ্চল : বর্ধমান) (উত্তর : মাকড়সা)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (ত্রিশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১১৭

কীটপতঙ্গের মধ্যে মাছি আমাদের কাছে অতীব পরিচিত জীব। এটি সচরাচর আমাদের পরিবেশে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই দ্বিতীয় ধাপে আরো কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ দুই পায়ে আসে ,
চার পায়ে বসে ,
দুই পায়ে ঘসে । (অঞ্চল : বর্ধমান) (উত্তর : মাছি)

★ নেই তাই খাচ্ছ ,
থাকলে কোথায় পেতে ?
কহেন ববি কালিদাস ,
পথে যেতে যেতে । (অঞ্চল : বাঁশপাহাড়ী) (উত্তর : মাছি)

★ নাই বলে খাচ্চ ,
থাকলে কোথায় পেতি ? (অঞ্চল : হাওড়া) (উত্তর : মাছি)

★ লতা দিয়ে পাতা ,
তাই দিয়ে তাই ,
খাড় ঝনঝনি নয় ,
পোকার ভনভনি । (অঞ্চল : বরিশাল) (উত্তর : মাছির ডাক)

★ ধানের মতো পাখী গুলো ,
সরষের মত চোঁখ ,
বাচরায় বসে তারা ,
মুচরায় গোঁফ । (অঞ্চল : পরগণা) (উত্তর : মাছি)

★ রাজ রাজ পাখী ,
সর্প যত আঁখি ,
গোড় দুটা মুছে ঘসে । (অঞ্চল : হাতীবাড়ী) (উত্তর : মাছি)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (ঊনত্রিশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১১৬

কীটপতঙ্গের মধ্যে মাছি আমাদের কাছে অতীব পরিচিত জীব। এটি সচরাচর আমাদের পরিবেশে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই এর কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ ছয় পায়ে আসে ,
চার পায়ে বসে ,
দুই পায়ে ঘসে । (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : মাছি)

★ লেদা গাছ পড়ল ,
জেতা সুখে দৌড়াইল । (অঞ্চল : শ্রীহট্ট) (উত্তর : মাছি)

★ লুবু লুবু পাখিটি ,
সোশর বাঁধা মুখটি ,
যখন লুবু বসে ,
দুষ্টে হাত ঘসে । (অঞ্চল : শ্রীহট্ট) (উত্তর : মাছি)

★ সখি রে সখি ,
বিল ভরে পড়িল পক্ষীর ,
এক এক পক্ষীর ছয় ছয় আন ,
কে হিন্দু কে মুসলমান । (অঞ্চল : রাজশাহী) (উত্তর : মাছি)

★ একটুখানি পাখীর সরষের মত চোখ ,
বাচড়ায় ( মাঠে ) বসে ,
মুচড়ায় গোফ । (অঞ্চল : নদীয়া) (উত্তর : মাছি)

★ আট পায়ে ওড়ে ,
ছয় পায়ে বসে ,
দুই পায় ঘসে । (অঞ্চল : যশোর) (উত্তর : মাছি)

★ এমন বেটা বীর ,
রাজার পাতে বসে ,
সাটায় মারে ক্ষীর । (অঞ্চল : মুর্শিদাবাদ) (উত্তর : মাছি)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (আটাশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১১৫

কীটপতঙ্গের মধ্যে মশা আমাদের কাছে অতীব পরিচিত জীব। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই তৃতীয় ধাপে আরও সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ ভোম ভোম করে ,
ভোমরাতো না ,
উড়িয়া পেখম ধরে ,
ময়ুরও তো না ,
সবার ভিতর চুরি করে ,
চোরও তো না ! (অঞ্চল : নদীয়া) (উত্তর : মশা)

★ ছয়গেটি পদ ,
তার করীর বদন ,
কপালেতে যজ্ঞ ফোটা ,
শোণিত ভক্ষণ । (অঞ্চল : শ্রীহট্ট) (উত্তর : মশা)

★ হস্তী ঘোড়া ভল্লুক বাঘেরে ধরি খায় ,
এ হেন বীর কোথায় আছে ,
বলে দেও ভাই । (অঞ্চল : হাতীবাড়ী) (উত্তর : মশা)

★ অতটুকু পাখী ,
সরষে পারা আঁখি । (অঞ্চল : বীরভূম) (উত্তর : মশা)

★ ঘরের ভিতর ঘরে ,
থাকে কনে বর ! (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : মশা)

★ বাগান থেকে বেরোল টুনি ,
হাত-পা আমার কুনি কুনি । (অঞ্চল : পরগণা) (উত্তর : মশা)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (সাতাশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১১৪

কীটপতঙ্গের মধ্যে মশা আমাদের কাছে অতীব পরিচিত জীব। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই দ্বিতীয় ধাপে আরও সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ উড়ে তো হীন হীন ,
বসে তো পাখা দুলায় ,
লক্ষ জীব বধ করে ,
আপানে না খান । (অঞ্চল : মুর্শিদাবাদ) (উত্তর : মশা)

★ নাচিয়া প্যাখম ধরে ,
ময়ূরও তো না ,
মানুষ খায় , গরু খায় ,
বাঘও তো না !
চিকুন সুরে গান গায় ,
বৈরাগীও না । (অঞ্চল : ঢাকা) (উত্তর : মশা)

★ হাতীর মত শুড় তার ,
হাতী তো সে নয় ,
বাঘ নয় ভাল্লুক নয় ,
মানুষের চক্ষু খায় ,
কোটাল নয় ,
চৌকিদার নয়,
দিবা রাতে হাঁক দেয় । (অঞ্চল : ঢাকা) (উত্তর : মশা)

★ ঘরের ভিতর ঘর ,
তার মধ্যে বসে পড়ে মর । (অঞ্চল : বরিশাল) (উত্তর : মশা ও মশারী)

★ ভো ভো করে ,
ভোমরাও তো না ,
উড়ে উড়ে পেখম ধরে ,
ময়ুরও তো না । (অঞ্চল : নদীয়া) (উত্তর : মশা)

★ বাগানের থেকে বারল টুনি ,
হাত পা আমার কুনি কুনি । (অঞ্চল : পরগণা) (উত্তর : মশা)

★ ঘরের মধ্যে ঘর ,
তার মধ্যে পড়ে মর । (অঞ্চল : শ্রীহট্ট) (উত্তর : মশা)

★ ভো ভো করে ,
ভোমরাও তো না !
সবার মধ্যে চুরি করে ,
চোরও তো না ! (অঞ্চল : যশোর) (উত্তর : মশা)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (ছাব্বিশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১১৩

কীটপতঙ্গের মধ্যে মশা আমাদের কাছে অতীব পরিচিত জীব। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই এর কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ পাকা আছে , পাকী লয় ,
শুড় আছে হাতীও লয় ।
স্যায়াল , কুকুর , মানুষ , গরু ,
তাও হবার লয় । (অঞ্চল : রাজশাহী) (উত্তর : মশা)

★ চোর নয় , কিন্তু হায় সর্বস্বাপহর ,
রক্ষক নয় , কিন্তু শুষে শোণিত নিকর ,
সর্প নয় কিন্তু থাকে গর্তের ভিতরে ,
ভূত প্রেত নয় কিন্তু রাত্রিকালে চরে । (অঞ্চল : ফরিদপুর) (উত্তর : মশা)

★ ছয় পায় আসি ,
চার পায় বসি ,
দুই পায় ঘসি ,
সব চাইতে গ্রীষ্মকালে ,
বড় ভালোবাসি । (অঞ্চল : যশোর) (উত্তর : মশা)

★ চিকন সুরে গান গায় ,
তবু কোকিল না ,
মানুষ খায় গরুও খায় ,
তবুও বাঘ না । (অঞ্চল : ঢাকা) (উত্তর : মশা)

★ উড়িয়া প্যাখম ধরে ,
ময়ুরও তো না ,
মানুষ খায় , গরু খায় ,
তবুও বাঘ না ,
চিকুন সুরে গান গায় ,
বৈরাগীও না ! (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : মশা)

★ শিব নয় শিল্পী বাজে ,
বাঘ নয় মানুষ খায় । (অঞ্চল : মুর্শিদাবাদ) (উত্তর : মশা)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (পঁচিশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১১২

কীটপতঙ্গের মধ্যে বোলতা আমাদের কাছে বেশ পরিচিত জীব। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই তৃতীয় ধাপে আরও কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ হলদি গরগরিয়া বামন ছোয়া ,
ছুঁই দিনা বলে ,
হায় গো মা । (অঞ্চল : হাতীবাড়ী) (উত্তর : বোলতা)

★ বাবু মোর সাকারি ,
এক রাত্রি ঘর করথিলা ,
বত্রিশ বাখুরি । (অঞ্চল : বীরভূম) (উত্তর : বোলতা)

★ মন্দির মধ্যে বান্দির বাসা ,
কুত কুতাইয়া চায় ,
ধরতে গেলে মারতে আসে ,
এ তো বড় দায় । (অঞ্চল : যোশর) (উত্তর : বোলতা)

★ হলুদ বরণ গা ,
খড়কের মতো পা ,
বনের থেকে ভেংচি দিলে ,
চমকে ওঠে গা । (অঞ্চল : পরগণা) (উত্তর : বোলতা)

★ হলদে মতন পাখিটা ,
সলতে মতন পা ,
দূরে থেকে হুমকী দিলে ,
চমকে ওঠে গা । (অঞ্চল : মুর্শিদাবাদ) (উত্তর : বোলতা)

★ আমি গেলাম আড়াবুনে ,
সেগী আমারে দাবড়ে আনে । (অঞ্চল : রাজশাহী) (উত্তর : বোলতা)

★ হলদে মতন পাখিটি ,
বিনোদীনি রাই ,
ধরিলে চুমু খায় ,
কঁদিয়ে পাঠায় । (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : বোলতা)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (চব্বিশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১১১

কীটপতঙ্গের মধ্যে বোলতা আমাদের কাছে বেশ পরিচিত জীব। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই দ্বিতীয় ধাপে আরও কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ এতটুকু চামুন দা ,
ছু দিয়ে হায় গো মা । (অঞ্চল : সিংভূম) (উত্তর : বোলতা)

★ এক চাকে বত্রিশ দুয়ার । (অঞ্চল : ঢাকা) (উত্তর : বোলতার চাক)

★ তেলে চুবে টগমগ,
বিননাদিনী রাই ,
দুলালিনী চুম খাও ,
বাদায় পাঠাও । (অঞ্চল : মাঠা) (উত্তর : বোলতা)

★ হলুদ বাড়ীর পাখীটি ,
হলুদ বাড়ী চড়ে ,
এক ঘায়ে মেরে দিলে ,
মায়ে বাপু করে । (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : বোলতা)

★ আমার ভাইয়ের নাম হীরে ,
একশ একখানা ঘর বাধে ,
একটা দেয় ঘিরে । (অঞ্চল : পরগণা) (উত্তর : বোলতা)

★ হলুদ বরণ গা টিরে ভাই ,
খণ্ডর মত পা ,
বাগান থেকে ভিকটি দিলে ,
চমকিয়া উঠে গা । (অঞ্চল : যশোর) (উত্তর : বোলতা)

★ হদি গর গর বানস ছুঁয়া ,
ছুঁই দেনা বলে হাললা মা । (অঞ্চল : হাতীবাড়ী) (উত্তর : বোলতা)

★ অতটুকু রসুন ছা ,
ছুঁয়ে দিলে বলে ,
হায় গো মা । (অঞ্চল : নদীয়া) (উত্তর : বোলতা)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (তেইশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১১০

কীটপতঙ্গের মধ্যে বোলতা আমাদের কাছে বেশ পরিচিত জীব। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই এর কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরুপ-

★ সোনার বরণ গাঁ ,
রুপার বরণ পা ,
ঝাড়ত খুন ভেলকি ,
মারলে পরাণ লৈ ধা । (অঞ্চল : চট্টগ্রাম) (উত্তর : বোলতা)

★ গোল য্যান গাও ,
খিরল য্যান পাও ,
ঠ্যাসে ধরে চুমা খায় ,
ফকিরের মাও । (অঞ্চল : চট্টগ্রাম) (উত্তর : বোলতা)

★ খরজা য্যান পাও ,
হলদি য্যান গাও ,
চুমুর চুমুর চুমা খায় ,
মনু রাজার মাও । (অঞ্চল : চট্টগ্রাম) (উত্তর : বোলতা)

★ হলুদে ডুবুডুবু ,
বিনোদিনীর রায় ,
ধরিয়ে চুমু খেয়ে ,
কাঁদায়ে পালায় । (অঞ্চল : মুর্শিদাবাদ) (উত্তর : বোলতা)

★ রাজারো হাজারি ,
এক থিয়াত বান্ধে ,
বত্তিশ খান কাচারি । (অঞ্চল : নদীয়া) (উত্তর : বোলতার বাসা)

★ হলদে রাঙ্গা পাখিটি ,
কঞ্চি কঞ্চি পা ,
দূর থেকে ভাব কি দেখায় ,
চমকে উঠে গা । (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : বোলতা)

★ ভাইরে নন্দন ,
বত্রিশটি ঘরের একটাই বন্ধন । (অঞ্চল : পুরুলিয়া) (উত্তর : বোলতার চাক বা বাসা)

Categories
Puzzle

টাইটেল : কীটপতঙ্গ মূলক ধাঁধা (বাইশতম ভাগ)।
ধাঁধার সংখ্যা : ১০৯

ব্যাঙ আমাদের কাছে বেশ পরিচিত জীব। এর বৈশিষ্ট্য ও জীব বৈচিত্র্য উপলব্ধি করার লক্ষ্যে বেশকিছু বাঙালি ধাঁধায় যুক্ত হয়েছে। তাই তৃতীয় ধাপে আরও কিছু সংখ্যক ধাঁধার দৃষ্টান্ত নিম্নরূপ –

★ নিমজ মজা ,
মনি নেই তার উঠে গজা । (অঞ্চল : হাতিবাড়ি) (উত্তর : ব্যাঙের ছাতা)

★ মা বেঁড়ে , বাপ বেঁড়ে ,
ছেলে বেড়ায় লেজ নেড়ে । (অঞ্চল : মুর্শিদাবাদ) (উত্তর : ব্যাঙ)

★ হরিণের লেজ নাই ,
শিকারীর পা নাই ,
যে দেখে তার মাথা নাই । (অঞ্চল : বেলপাহাড়ী) (উত্তর : ব্যাঙ , সাপ ও কাঁকড়া)

★ ঝাকুড় ঝাকুড় ঝাকুড় ,
বাপ থাকতে বেটার নেঙর । (অঞ্চল : বাঁশপাহাড়ি) (উত্তর : ব্যাঙ)

★ কাকা হে কাকা ,
কাকা বলে আমার ,
ভিতর বাহির পাকা । (অঞ্চল : নদীয়া) (উত্তর : ব্যাঙের ছাতা)

★ বনেতে বাহির হইল হাঁস ,
হাঁস বলে আমার শুধুই মাস । (অঞ্চল : শ্রীহট্ট) (উত্তর : ব্যাঙ)