★ট্যাক্সিতে উঠেছে তিন মাতাল। এক মাতাল বলল,”এই, মালিবাগ চলো।”
ট্যাক্সির চালক বুঝতে পারছিল,লোকগুলো মাতাল।
তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেলো।
চালক কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলল,
“চলে এসেছি স্যার, নামেন,আর ভাড়া দেন।
প্রথম মাতাল ভাড়া মিটিয়ে নেমে গেল। দ্বিতীয়জনও চুপচাপ নেমে গেল।
তৃতীয়জন গাড়ি থেকে না নেমে রাগী চোখে তাকিয়ে থাকলো চালকের দিকে।
চালক তো ভয়ে কাবু!
মাতাল ব্যাটা জারিজুরি ধরে ফেলল নাকি!
হঠাৎ তৃতীয় মাতাল চালকের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলো বলল,”এই ব্যাটা, এত জোরে কেউ গাড়ি চালায়?
ধীরে চালাতে পারিস না? আরেকটু হলেই তো আমরা মরতে বসেছিলাম!”
😂😂😂
▶▶▶
⚫Personal Kotha Account⤵⤵⤵
★https://link.kotha.app/app/user/preview/34bhz17gh