◽পেন্সিল :
বাড়িতে ছোটবেলার রাবার-যুক্ত পেন্সিল জমে জমে ঘর একেবারেই অগোছালো হয়ে গিয়েছে? আজকে আপনাদের সুবিধার জন্যে জানিয়ে দিচ্ছি কিভাবে পেন্সিল লেখার কাজ বাদেও অন্য কাজেও ব্যবহার করা যায়।
১. চকচকে দেয়াল থেকে মোম রঙের দাগ তুলতেঃ
পেন্সিল পিছন দিকের রাবার দিয়ে অন্য কোনও দাগ উঠুক আর না-ই বা উঠুক; দেয়ালের উপরে মোম রঙের দাগ থাকলে সেই দাগ উঠে যাবে। দেয়ালের যেখানে দাগ রয়েছে, সেখানে রাবার দিয়ে ধিরে ধীরে ঘষে তুলে ফেলুন রঙের দাগ।
২. আটকে যাওয়া চেইন ঠিক করতেঃ
প্যান্টের চেইন আটকে গিয়েছে? কোনোভাবেই খুলতে পারছেন না? একটি পেন্সিলের শীষ ঘষে নিন চেইনে ভালো করে। দেখবেন এরপর চেইন্টা বেশ সহজে আটকানো সম্ভব হবে।
৩. নতুন চাবি তালায় আঁটাতেঃ
অনেক সময় দেখা যায় যখন নতুন তালা বানানো হয়েছে, তখন তার চাবি ঠিক মতো আঁটছে না। এখন উপায়? পেন্সিলের শীষ ঘষে নিন চাবির ফুটোর মুখে। এরপর দেখবেন চাবি দিয়ে সহজে তালা খোলা যাচ্ছে।
৪. হাতের কাছে সুঁই রাখতেঃ
আপনি কি সেলাই করতে ভালোবাসেন? তবে ব্যাগে সুঁই-এর বাক্স রাখার জায়গা নেই? পেন্সিলের রাবার আটকে রাখুন বিভিন্ন মাপের সুঁই। হাতের কাছে থাকবে চটপট এই পিনকুশন।
৫. চটপট চুলের খোঁপা আটকাতেঃ
খুব অস্বস্তি লাগছে, তবে চুলের খোঁপা আটকানোর কোনও ব্যান্ড বা কাঁটা নেই সাথে? চিন্তা নেই! হাতের কাছের পেন্সিলটি দিয়েই খোঁপা আটকে নিন। স্টাইলিশ চাইনিজ খোপার কাঁটা হয়ে যেতে পারে যেকোনো পেন্সিল—নিমেষেই!
◽ছবি ও তথ্য উইকিপিডিয়া ও বই থেকে সংগ্রীহিত
◽ “কথা লাইফ হ্যাকস“কে কিছু জানাতে এবং
জানতে পারসােনাল প্রােফাইলে যােগাযােগ করুন
▶ My personal Kotha Account ⤵
🆔 ℳαΉα∂ι Ήαξαη 🎓
https://link.kotha.app/app/user/preview/34bfmycwq
▶ Facebook Account ⤵
https://www.facebook.com/mahidi.shakil.5
▶ Facebook Page ⤵
https://www.facebook.com/কথা-লাইফ-হ্যাকস-111040167357029/
▶ Instagram Account ⤵