# **নামঃ Parasite (2019) [No spoiler]**
IMDb: 8.7/10, Rotten Tomatoes 99%,
Metacritic 96% and Google: 4.5/5
ধরণঃ Thriller/Comedy সময়ঃ ২ঘন্টা ২ মিনিট।
***————————————————-***
# **>>ছবিটির কোন জিনিষটা সব থেকে বেশি অবাক লেগেছে?**
ঃ ছবিটা দেখার পরে যখন জানতে পারলাম এই ছবিতে ৪০০ এর থেকেও বেশি VFX করা দৃশ্য আছে, অর্থাৎ ছবির ৩ ভাগের ১ ভাগ জুড়েই VFx দিয়ে ভরা। তখন একদম টাস্কিতো না হয়ে পারা যায় না।
লেখকের একটি সুন্দর গল্পকে কল্পনার মতো ফুটিয়ে তোলার জন্যে এতোটাই ন্যাচারাল ও রিয়েলিস্টিক ও নিখুত vfx ও cgi এর কাজ করা হয়েছে, যা বিন্দু মাত্র বোঝার উপায় নাই। গল্পের দরকার তারা সেট বানিয়ে নিয়েছে।
**———————————————**
# **প্লটঃ**
বাবা, মা, ভাই, বোন নিয়ে একটি গরিব পরিবার। কিভাবে করে তারা শুধু বুদ্ধির (নাকি কু-বুদ্ধি?) জোরে একটি কোটিপতি পরিবারে একজন একজন করে সবাই চাকুরি নেয় বার্তি উপার্জনের জন্যে এবং কিভাবে লোভ তাদের জন্যেই বিপদ হয়ে আসে।
**———————————————-**
# **এক্টিং? **
অসাধারণ, সাবলীল অভিনয়, যেখানে যতটুক দরকার, তাই আছে।
তবে যারা অভিনয় নিয়ে অস্কার লেভেল এর খুত ধরেন, তাদের কাছে কিছু কিছু স্থানে মনে হতে পারে যে, এই স্থানে আরেকটু বেশি এক্সাইটমেন্ট দরকার ছিলো।
**———————————————-**
# **প্যারেন্টাল গাইডঃ**
ছবিতে মাঝা মাঝি থেকে কিছু হালকা লিপ কিস আছে ও শেষের দিকে স্বামীস্ত্রীর মাঝে কিছু উন্মক্ত ধরনের দৃশ্য আছে যা ৩০ সেকেন্ডের মতো ধরে চলতে পারে।
শেষ দিকে কিছু সহিংসতার দৃশ্য আছে।
**————————————————-**
# **কাদের ভালো লাগবে?**
আপনারা যারা ছবিতে গল্প, অভিনয় সব কিছু পার্ফেক্ট চান,
তুলনামুলক ধীরগতি পছন্দ করেন তাদের ভাল লাগবে।
শুরুতে হালকা পাতলা কমেডি আছে, করিয়ান/চাইনিজ কমেডি যারা দেখে অভ্যস্ত আছেন, তারা ধরতে পারবেন এবং আসলেই মজা পাবেন। অভ্যাস না থাকলে খুব ল্যাম মনে হবে কমেডি।
ছবির মাঝা মাঝি গিয়ে নিজের ভেতরে থ্রিল ফিল করবেন।
এই সব ক্যাটাগরির বাহিরে যারা মারা মারি, ফ্যান্টাসি, সুপার পাওার, ছবি দেখেন, বা যারা অনেক কাজের চাপ নেন তাই ব্রেইন কে রিল্যাক্স দিতে ছবি দেখেন, তাদের জন্যে এই ছবি নয়।
#যার সিনেম্যাটগ্রাফি, ভি,এফ,এক্স, ইত্যাদি নিয়ে কাজ করছেন, তাদের জন্যে এটি একটি অসাধারণ মাস্টারপিস।
## *###Ending টা অনেকের কাছে গ্রহন যোগ্য নাও হতে পারে, বিশেষ করে যাদের ব্রেইনের লেফট সাইড বেশি কর্মক্ষম। আমার ব্রেইন কোন দিকেই কর্মক্ষম না, তার পরেও এক দম শেষের মিল(নাকি অমিল?) টা না দেখালেও পারতো। *
———————————————-
## ******movie টির ইংলিশ ডাবিং আসার সম্ভাবনা কোনভাবেই নেই। কিন্তু হিন্দি ডাবিং আছে। English sub দেখে মুভি দেখায় অভ্যস্ত তাহকে বেশি মজা পাবেন।***
ধন্যবাদ
@Movie kotha .
#Follow ous for More new Movies and webseris @Movie kotha