Category: Uncategorized
BOB Content
মরণোত্তমঃ দারুণ মেকিং, অসাধারণ স্টোরি টেলিং, ড্রামাটাইজেশন আরেকটু কম হলে পার্ফেক্ট হইত। ওভার ওল অসাধারণ।
লাবনীঃ ব্রিলিয়েন্ট স্টোরি, চিত্রনাট্য দারুণ ছিলো, কিন্তু ফ্লিম মেকিং এর আর যে বিষয় গুলো আছে যেমন ভিজুয়াল স্তোরিটেলিং, সিম্বলিজম এর ব্যবহার বডি এক্টিং কেন যেন মনে হইছে থাকলে টেলিফিল্ম টা টপ ক্লাস হইত। বর্তমান প্রেম যাকে চাই তাকে পাইনা যাকে পাই তাকে চাই না এই বিষয় গুলোকে সাব কন্টেক্সট হিসেবে তুলে ধরা যাইত। কিন্তু শুধু মুল পটভূমিড় উপরই গল্পটা এগিয়ে গেলো। প্রত্যেকের অভিনয় দারুণ ছিলো। কবিতাটা দারুণ লাগছে, ওভার ওল অসাধারণ।
চরের মাস্টারঃ বই পড়ি নাই। কিন্তু ভিকি জাহেদ কেন শাহরুখ খানের স্বদেশ এর সাথে মেলালেন বুঝলাম না। বেশ কিছু ফ্রেম ও মোমেন্ট স্বাদেশ এর থেকে “ইন্সপায়ার্ড”। শেষ মুহুর্তে চেয়ারম্যান এর চামচা গোয়েন্দার লোক এই বিষয়টা অনেক চিপ টুইস্ট ছিলো। তবে দেখে ভালো লাগছে।
কেমনে কিঃ এই টেলিফিল্ম টা নিয়ে বেশি একটা হৈচৈ দেখলাম না। কিন্তু আমার কাছে এটা বেশ ভালো লাগছে। এডিটিং টা দারুণ ছিলো, সাডেন কাট গুলো গল্পের সাথে দারুণ মানিয়েছে নন লিনিয়ার স্টোড়িটেলিং হলেও দর্শক কে অযথা কনফিউজড করার কোন চেষ্টা দেখা যায় নি।
মিস্টার কে?ঃ এই টেলিফিল্ম টা নিয়ে আমি পুরাই কনফিউজড মানে অনুভূতি কি হওয়া উচিৎ বুঝতে পারছি না। পটভূমিটা দারুণ, একজন মানুষের যেভাবে জীবন যাপন করে সেভাবে চললে তার চিন্তা ভাবনাটা আয়ত্ব করা যায় সে থেকে তার গোপন অনেক কিছু অনুমান করা যায় এমন কি পাস-ওয়ার্ড ও। ওভার ওল ঠিক ছিলো কিন্তু আনাম চরিত্রটির যে পার্সোনাল সমস্যা দেখানো হয়েছে শুরুতে তার সাথের কেসটার একটা রিলেশন দেখালে ভালো হতো, যেমন সে আসলে কায়কোবাদ চরিত্রে নিজেকে উপনীত করে রিয়েলাইজ করেন তার জীবনে কি কি গ্যাপ রয়েছে। এমন দেখাতে পারলে এই ৭ টি টেলিফিল্ম এর মধ্যে এটা সেরা হতো বলে মনে।
আলিবাবা ও চালিচারঃ লোভে পাপ পাপে মৃত্যু এটাই মনে হয় গল্পের প্রধান বার্তা ছিলো কিন্তু তার এক্সিকিউশন একেবারেই নেই। জাস্ট র্যান্ডম ঘটনার কারণে কিছু মানুষ মারা গেলো এমন মনে হইছে।
শহরে, টুকরো রোদঃ দুইটা আলাদা গল্প, ১০ মিনিট করে দুইটা ইউটিউব কন্টেন্ট হইলে বেশি মানানসই হতো।
Mtv Awards 2021
#ShootingStart25May
গত বছর এর শেষ দিকে Game Of Thrones শেষ করার পর যখন হাতে কোনো ভালো ফ্যান্টাসি টাইপ সিরিজ খুঁজে পাচ্ছিলাম না ঠিক তখন ই মাথায় আসে Vikings এর কথা এবং এর শেষ সিজন আসার ঠিক কিছুদিন আগেই শুরু হয় আমার ৯০ এপিসোডের লম্বা Vikings জার্নি।
**** কেমন ছিল আমার Vikings জার্নি ? ****
ব্যাক্তিগতভাবে বলতে গেলে Vikings আমার কাছে মাস্টারপিস।যদিও এর রেটিং অনুযায়ী সিরিজটি ইকটু বেশি ই underrated।Vikings আমার মতে at least 9/10 অবশ্যই ডিজার্ভ করে।আমি ব্যাক্তিগতভাবে 9 ই দিবো।
**** Vikings এর খুঁটিনাটি। ****
Vikings এর প্রথম এপিসোড দেখানো হয় ২০১৩ সালের ২৩ শে মে এবং শেষ এপিসোড দেখানো হয় গত বছরের ৩০ শে ডিসেম্বর।
সিজন ১ থেকে ৩ পর্যন্ত ১০ টি এপিসোড এবং সিজন ৪ থেকে ৬ পর্যন্ত ২০ টি করে মোট ৯০ টি এপিসোড দেখানো হয়েছে Vikings সিরিজে।প্রত্যেক এপিসোড এর রানিং টাইম ৪৪ মিনিট বা তার থেকে ইকটু বেশি।
**** কাহিনী সংক্ষেপ ****
সন ৭৯৩। Scandinavia (বর্তমানে Denmark,Norway এবং Sweden) এর Kattegat নামক গ্রামের একজন ভাইকিং এবং একাধারে একজন কৃষক Ragnar Lothbrok;যার স্বপ্ন ছিল বিশ্বকে জানার এবং নিজের গ্রামের উন্নতি ঘটানো।সেই স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার উদ্দেশ্যে ভাই Rollo কে নিয়ে Floki (famous boat builder) এর বানানো নৌকায় চড়ে প্রথম যাত্রা শুরু করে ইউরোপ আবিষ্কারের উদ্দেশ্যে।
ভাইকিংসদের চির শত্রু ছিল খ্রিষ্টান ধর্মাবলম্বীর মানুষগণ।সেই খ্রিষ্টান মানুষদের হত্যার মাধ্যমে তাদের গির্জায় এবং সেই দেশে থাকা সব ধরনের মূল্যবান সম্পদ নিজেদের দেশে পাচার করে নিজ দেশের উন্নয়ন ঘটাতো।।
ভাইকিংসদের এই কাহিনী যে শুধু সিরিজ এর জন্যই বানানো তেমনটা নয়।ভাইকিংস জাতিরা বাস্তব জীবনেই ছিল।তাদের ইতিহাস জানার জন্য উইকিপিডিয়া পড়তে পারেন তাছাড়া গেম এর মাধ্যমেও এই ভাইকিংস জাতিদের সম্পর্কে জানতে পারেন। Assassin’s Creed এর সর্বশেষ গেম Assasin’s Creed : Valhalla পুরোটাই তৈরি করা হয়েছে এই ভাইকিংস জাতিদের জীবনির উপর।